এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ 2022

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে জুনিয়র এগজিকিউটিভ, এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে 4০০ জন নিয়োগ করা হবে (airports authority recruitment 2022)। বিক্ষপ্তি নম্বর: ০২/২০২২।

শূন্যপদের বিন্যাস:- জুনিয়র এগজিকিউটি (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ৪০০

অসংরক্ষিত 163, ইডব্লুএস 4০, ওবিসি এনসিএল 108, তপশিলি জাতি 59, তপশিলি উপজাতি 30, শারীরিক প্রতিবন্ধী ৪।

যোগ্যতা:- ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সহ বিজ্ঞান শাখায় পূর্ণ সময়ের তিন বছরের নিয়মিত ব্যাচেলর ডিগ্রি বিএসসি অথবা

যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের নিয়মিত ব্যাচেলর ডিগ্রি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স যে কোনো একটি সেমেস্টারে বিষয় হিসেবে থাকতে হবে।

ইংরেজিতে কথা বলার এবং লেখার দক্ষতা থাকতে হবে (দশম অথবা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে)।

বয়সসীমা:- 14 জুলাই 2022 তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম:- 4০০০০-14০০০০ টাকা।

আবেদনের পদ্ধতি:- https://www.aai.aero/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 14 জুলাই 2022 তারিখ রাত 11.55 পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। airports authority recruitment 2022

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment