আজকের চাকরির খবর: কোচিন শিপইয়ার্ডে লিমিটেডের (CSL Recruitment 2022) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুবই নিম্নতম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
পদের নাম:– সেমি স্কিলড রিগার অন কন্টাক্ট।
মোট শূন্যপদ:– 53 টি। UR- 22, OBC- 14, SC- 7, ST- 1,EWS- 9
শিক্ষাগত যোগ্যতা:– Class 4th পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম:– স্কেফোল্ডার অন কন্ট্রাক্ট।
মোট শূন্যপদ:– 2 টি। UR- 1, OBC- 1, SC- 1, ST- 1, EWS- 1
শিক্ষাগত যোগ্যতা:– সিট মেটাল ওয়ারকার, ফিটার পাইপ, ফিটারে SSLC এবং ITI কোর্স 1 বছরের করে থাকতে হবে অথবা রিগিং ওয়ার্ক/ স্কাফোল্ডিং/ জেনারেল স্ট্রাকচারাল কাজে অন্তত পক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CSL Recruitment 2022
পদের নাম:- সেফটি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট বেসিস।
মোট শূন্যপদ:– 5 টি। UR- 2, OBC- 1, SC- 1, EWS- 1
শিক্ষাগত যোগ্যতা:- SSLC পাশ করে থাকতে হবে এবং যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা প্রাইভেট সেক্টর থেকে সেফটি অথবা ফায়ারের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম:- ফায়ারম্যান অন কন্ট্রাক্ট বেসিস।
মোট শূন্যপদ:- 12 টি। UR- 12, OBC- 2, SC- 6, EWS- 9
শিক্ষাগত যোগ্যতা– SSLC পাশ করে থাকতে হবে সঙ্গে ফায়ার ফাইটিং প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম:- কুক ফর CSL গেস্ট হাউস অন কন্টাক্ট।
মোট শূন্যপদ:- 1 টি। OBC
শিক্ষাগত যোগ্যতা:- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মালায়ালাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স:- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 3০ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ 09/07/1992 থেকে 08/07/2022 এর মধ্যে হতে হবে।
কাজের সময়সীমা:– তিন বছর।
আবেদন পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.cochinshipyard.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীরা অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতি:– আবেদনে ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রাক্টিক্যাল এবং ফিজিক্যাল টেস্ট এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে। …
আবেদন পত্রের ফি:- আবেদন ফি হিসেবে 200 টাকা ধার্য করা হয়েছে। (SC/ ST/ PWD/ EWS) প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। চাকরিপ্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন অনলাইন পেমেন্ট এর মাধ্যমে (যেমন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং/ UPI এর মাধ্যমে)।
আবেদন পত্রের শেষ তারিখ:- 8 ই জুলাই, 2022
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here