আজকের চাকরির খবর: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য (Department of Women and Child Development) সুখবর। কলকাতা ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস এন্ড ট্রাফিকিং (DCRT) এর অধীনে শিশু কল্যাণ কমিটির সদস্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম:- শিশু কল্যাণ কমিটির সদস্যপদে
মোট শূন্যপদ:- 16 টি।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনের ইচ্ছুক প্রার্থীদের শিশুদের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য বা কল্যাণমূলক কাজের ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের কাজের অভিজ্ঞতা। সঙ্গে মনোরোগবিদ্যা/ আইন/ সমাজবিজ্ঞান/ মানব উন্নয়ন বা আইনের ডিগ্রী করা থাকতে হবে।
বয়স:- আবেদনকারীর বয়স হতে হবে 35 বছর থেকে 67 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ST,SC প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:- আবেদন ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল http://wbcdwdsw.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। Department of Women and Child Development
আবেদন পত্রের শেষ তারিখ:- ইচ্ছুক প্রার্থীরা 27 জুলাই সন্ধ্যা 6 টা মধ্যে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) 2 কপি পাসপোর্ট সাইজের ছবি।
নিয়োগের বিন্যাস:- মোট 16 টি শূন্যপদের মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে – 4 জন, পূর্ব মেদিনীপুর জেলা থেকে – 4 জন, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে- 4 জন, উত্তর ২৪ পরগনা জেলা থেকে- 4 জন করে প্রার্থীকে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here