চাকরির খবর: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশানের তরফে DRDO Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে মোট 1901 টি শূন্যপদে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান নিয়োগ করা হবে। Government Job Vacancy 2022
DRDO Ceptam 10 Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আগামী 03/09/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। Latest Job News
কেন্দ্রীয় সরকারের এই স্থায়ী চাকরি, DRDO Group-C Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম 18 বছর হলেই উক্ত পদগুলোতে করা করা যাবে।
DRDO Technician Recruitment 2022 -এ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী (SC/ST/PWD/ESM) এবং মহিলাদের জন্য আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। ডিপ্লোমা এবং আইটিআই পাশ ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে। Free Job Alerts
Government Jobs 2022 Latest Govt Jobs: Click Here
নীচে আপনাদের জন্য DRDO Technical Assistant Recruitment 2022 -এর অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এবং অনলাইনে আবেদন করার জন্য ‘Apply Online‘ লিঙ্ক দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে সহজেই আবেদন করতে পারবেন। All India Jobs
DRDO Group-B Recruitment 2022 – আবেদনের আবশ্যিক যোগ্যতা/মাসিক বেতন/আবেদন শুরু ও শেষের তারিখ/আবেদন মূল্য/মোট শূন্যপদ/বয়সসীমা/নিয়োগ করার পদ্ধতি/আবেদন করারপদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। Free Job Alert
পদের নাম:- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়া (Group-B Jobs/ Group-C Jobs)
মোট শূন্যপদ:- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- 1075 টি, টেকনিশিয়ান- 826 টি
মাসিক বেতন:- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- 35,400-1,12,400/- টাকা, টেকনিশিয়ান- 19,900-63,200/- টাকা
বয়সসীমা:- উক্ত পদগুলোতে আবেদনের জন্য 18 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে।
বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।
সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা:–
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা/স্নাতক/B.Sc/ITI ইত্যাদি। (ITI Pass Jobs)
বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত ভাবে জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। Official Notice: Click Here
নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা,ইন্টারভিউ
আবেদন মূল্য:- উক্ত পদে আবেদনের জন্য 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
এসসি, এসটি এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। Madhyamik Pass Jobs
আবেদন পদ্ধতি:-
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদন করতে হবে।
প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
সব শেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
অনলাইনে আবেদন করার শেষ তারিখ (Last date to apply online) 23/09/2022 (05:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র):-
বয়সের প্রমাণপত্র
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
জাতিগত শংসাপত্র
বসবাসের প্রমাণপত্র
কম্পিউটার সার্টিফিকেট
অভিজ্ঞতার শংসাপত্র
পাসপোর্ট সাইজ ছবি
অন্যান্য নথিপত্র
আবেদন করার শুরু:- 03/09/2022
আবেদন করার শেষ:- 23/09/2022
Official Notification: Download Now
Apply Online: Click Here (Update Soon)
Official Website: Click Here
1 thought on “DRDO Recruitment 2022: ১৯০১ টি শূন্যপদে Group-B এবং Group-C পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন”