গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সুপারভাইজার নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

আজকের চাকরির খবর: GARDENREACH SHIPBUILDERS JOB, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে 58 জন সুপারভাইজার, ইঞ্জিনি টেকনিশিয়ান ও ডিজাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: এইচআর/এসইউপি: ০১/২০২২। GARDENREACH SHIPBUILDERS JOB

মোট শূন্যপদ:- সুপারভাইজার (এস-1): ইনফরমেশন টেকনোলজি (আইটি): 1, ফিনান্স: 1, লিগ্যাল: 1। ইঞ্জিন টেকনিশিয়ান (এস-1): মেকানিক্যাল: 5, ইলেক্ট্রিক্যাল: 3।

সুপারভাইজার (এস-1): মেকানিক্যাল: 9, ইলেক্ট্রিক্যাল: 6, পেন্ট টেকনোলজি: 1, সিভিল: 1, ন্যাভাল আর্কিটেকচার: 3, ইনফর্মেশন টেকনোলজি: 1, অ্যাডমিন অ্যান্ড এইচআর: 4, মেটেরিয়াল ম্যানেজমেন্ট: 1, ফার্মেসী: 4। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (এস-1): মেকানিক্যাল: 8, ইলেক্ট্রিক্যাল: 6, সিভিল: 3।

আবেদন পদ্ধতি:- www.grse.in বা https://jobapply.in/grse2022 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 7 জুলাই থেকে 28 জুলাই 2022 তারিখ পর্যন্ত।
যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত ৭ জুলাই থেকে ওয়েবসাইট থেকে জানা যাবে।

Official Website: Click Here/Click Here

Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment