চাকরির খবর: IBPS PO RECRUITMENT 2022-দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 6432 জন প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের জন্য আইবিপিএসের লিখিত পরীক্ষা ‘কমন রিটেন এগজামিনেশন’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (CRP-PO/MT-XII)। মোট শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও সবকটি ব্যাঙ্কের শূন্যপদের হিসেব পাওয়া যায়নি। লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ ও পদবণ্টনও হবে আইবিপিএস এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির যৌথ আয়োজনে, ফলে পরে আর কোথাও এই ব্যাঙ্কগুলির বিজ্ঞাপন বেরোবে না, নতুন করে আবেদনও করতে হবে না। এই কমন রিটেন এগজামিনেশন (CRP PO/MT-XII)-এর জন্য অনলাইন আবেদন করা যাবে ২২ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। প্যানেলের বৈধতা থাকবে 31 মার্চ 2024 পর্যন্ত। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।
কোন–কোন ব্যাঙ্কে নিয়োগ:- আইবিপিএসের লিখিত পরীক্ষা যে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রাহ্য হবে সেগুলি হল:
- ব্যাঙ্ক অব বরোদা।
- ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
- ব্যাঙ্ক অব মহারাষ্ট্র।
- কানাড়া ব্যাঙ্ক।
- সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
- ইন্ডিয়ান ব্যাঙ্ক।
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
- পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।
- ইউকো ব্যাঙ্ক।
- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
IBPS PO RECRUITMENT 2022
আবেদনের করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:- ভারত সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল যোগ্যতা।
গ্র্যাজুয়েশনের বৈধ মার্কশিট/ সার্টিফিকেট (Marksheet/ Certificate) পেয়ে থাকলে তবেই অনলাইন দরখাস্ত করা যাবে, কারণ দরখাস্তে শতকরা নম্বর লিখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 22 আগস্ট 2022 তারিখের মধ্যে। প্রতিটি বিষয়ের (অনার্স/ পাস/ ঐচ্ছিক/ অতিরিক্ত) প্রতিবছর/ সেমেস্টারের নম্বর হিসাব করতে হবে, কোনো ভগ্নাংশকে কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরা যাবে না। Free Job Alerts
বয়সসীমা:- 1 আগস্ট ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম 20 বছর ও সর্বোচ্চ 30 বছর (জন্মতারিখ 2 আগস্ট 1992 থেকে 1 আগস্ট 2002-এর মধ্যে)। তপশিলি, ওবিসি (এনসিএল) শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। Fresh Job Alerts

পরীক্ষা:- অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (30টি প্রশ্ন, 30 নম্বর)
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (35টি প্রশ্ন, 35 নম্বর) রিজনিং এবিলিটি (35টি প্রশ্ন, 35 নম্বর)। মোট 100 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘণ্টা।
মেইন পরীক্ষায় থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (45টি প্রশ্ন, 60 নম্বর, 60 মিনিট), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস
(40টি প্রশ্ন, 40 নম্বর, 35 মিনিট), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (35টি প্রশ্ন, 40 নম্বর, 40 মিনিট) ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (35টি প্রশ্ন, 60 নম্বর,45মিনিট)।
মোট 200 নম্বর, সময় 3 ঘণ্টা। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ (লেটার রাইটিং অ্যান্ড এসে) 2টি প্রশ্ন, 25 নম্বর, সময় 30 মিনিট।
প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি বাদে বাকি বিষয়ের প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। অবজেক্টিভ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।
এক-একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। তপশিলি প্রার্থী এবং সংখ্যালঘু প্রার্থীদের জন্য প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে।
প্রি-এগজামিনেশন ট্রেনিং সম্পর্কে আইবিপিএসের ওয়েবসাইট www.ibps.in থেকে জানা যাবে। IBPS RECRUITMENT 2022
IBPS PO 2022 Notification Out, Exam Date, Online Apply
পরীক্ষাকেন্দ্রে বৈধ কললেটার, সচিত্র পরিচয়পত্র ও সচিত্র পরিচয়পত্রের ফোটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। (IBPS PO JOB 2022)
প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষাকন্দ্র:- পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির পরীক্ষাকেন্দ্র এবং ব্র্যাকেটে রাজ্যের কোড নম্বর দেওয়া হল। (Job Alerts)
পশ্চিমবঙ্গ (46):- বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, শিলিগুড়ি। ত্রিপুরা (43): আগরতলা।
ওড়িশা (36):- বালাসোর, বেরহ্যামপুর (গঞ্জম), ভুবনেশ্বর, কটক, ঢেনকানাল, ঝাড়সুগুডা, রৌরকেল্লা, সম্বলপুর।
বিহার (15):- আরা, ঔরঙ্গাবাদ, ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজফফরপুর, পাটনা, পূর্ণিয়া।
অসম (14):- ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর। অন্যান্য রাজ্যের তালিকা জানা যাবে ওয়েবসাইটে।
প্রার্থীবাছাই পদ্ধতি:- প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে এবং মোট নম্বরেও পাশ করলে তবেই মূল পর্বের পরীক্ষায় বসতে পারবেন।
মূল পরীক্ষায় সফল হলে তবেই 100 নম্বরের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার যোগ্য বলে ধরা হবে।
IBPS PO RECRUITMENT 2022, মেধাতালিকা তৈরির জন্য কেবল মূল পর্বের লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের নম্বরের যোগফল বিবেচিত হবে (যথাক্রমে 80 শতাংশ ও 20 শতাংশে ভাগ করে)। উপরোক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শূন্যপদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং আইবিপিএস (IBPS)-এর সহায়তায় সংশ্লিষ্ট রাজ্যের নোডাল ব্যাঙ্কের উদ্যোগে সদস্য ব্যাঙ্কগুলির মাধ্যমে কমন ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সফল প্রার্থীদের পছন্দ ও শূন্যপদ অনুযায়ী ব্যাঙ্কগুলিতে তাঁদের জন্য পদবণ্টন করা হবে। New Job Vacancy
IBPS PO Notification 2022 PDF Out for 6932 Vacancy
আবেদনের ফি:- আবেদনের ফি 850 টাকা। তপশিলি জাতি/ উপজাতি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 175 টাকা। ডেবিট কার্ড (রুপে,ভিসা কার্ড,মাস্টার কার্ড, ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে। JOB NEWS
আবেদন করার পদ্ধতি:- www.ibps.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে আগামী 22 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, মাপ হতে হবে 200×230 পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে 20-50 কেবির মধ্যে। All India Jobs.
সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন 140×60 পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে 10-20 কেবির মধ্যে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে সেগুলি আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। Free Job Alert
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here
Apply Online: Click Here