চাকরির খবর: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স বা ITBP -এ কনস্টেবল পদে নিয়োগের (Constable Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম:- হেড কনস্টেবল। Head Constable Recruitment: Click Here
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স:- 11 নভেম্বর 2022, তারিখে প্রার্থীর বয়স 20 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন:- প্রতি মাসে বেতন 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত।
আবেদন করার পদ্ধতি:- আবেদনকারী কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.recruitment.itbpolice.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি:- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা ধার্য করা হয়েছে ও Female/ Ex-servicemen/ Sc/ St প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন করার শুরু ও শেষ তারিখ:- 13 অক্টোবর 2022, থেকে 11 নভেম্বর 2022, তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ করার পদ্ধতি:- লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here