ITBP Recruitment 2022 -তে সব ইন্সপেক্টর পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ- ২৩ নভেম্বর, ২০২২

ITBP Recruitment 2022: দেশ তথা রাজ্য জুড়ে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ (ITBP) -তে সব ইন্সপেক্টর পদে নিয়োগের (ITBP Sub Inspector Recruitment 2022

) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
ITBP Recruitment 2022

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সব ইন্সপেক্টর (Pharmacist)।
মোট শূন্যপদ: 24টি। UR-12 টি / EWS- 2 টি / OBC- 6 টি / SC- 3 টি / ST- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে উচ্চমাধ্যমিক পাশ সহ ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স: প্রার্থীর বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন: পে লেভেল 5 অনুযায়ী বেতন 29,200/- টাকা থেকে 92,300/- টাকা পর্যন্ত।

আবেদন করার পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ General/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন করার শেষ তারিখ: 23 নভেম্বর, 2022
নিয়োগ করার পদ্ধতি: লিখিত পরীক্ষা / ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment