Site icon Naukri Sandhan

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, ২৯ জুলাই অবধি করা যাবে আবেদন

Police Constable Recruitment

আজকের চাকরির খবর: SSC Recruitment- সব মিলিয়ে মোট 1811 টি শূন্যপদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। 2

নয়া দিল্লি

(New Delhi) : Police Constable Recruitment-চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর! দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। যে কোনও ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারেবন। সব মিলিয়ে মোট 1811 টি শূন্যপদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ২৯ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। আবদেন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন। Police Constable Recruitment

কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ –  Police Constable Recruitment

শিক্ষাগত যোগ্যতা:-  যেকোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স (Driving license) থাকা বাধ্যতামূলক। এছাড়াও গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন:- এই পদে 21,7০০ থেকে 69,1০০ টাকা বেতন মিলবে।

আবেদন ফি:- এই পদে আবেদনের জন্য 1০০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি:- অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের জন্য বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:- আবেদনকারীদের কম্পিউটার বেসড টেস্ট, মেডিক্যাল টেস্ট ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notice: Download Now
Job Update: Click Here

Exit mobile version