চাকরির খবর: SSC Recruitment 2022- ভারত সরকার অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission (SSC)) মাধ্যমে গ্রুপ বি পদে কর্মী নিয়োগ। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে (Apply Online For The Posts) নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম:- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল)
বয়স:- বিভিন্ন অর্গানাইজেশন অনুযায়ী
01/01/2022তারিখে প্রার্থীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে বা 32 বছরের মধ্যে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। Free Job Alert
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে উল্লেখিত বিষয়ে ডিগ্রী কোর্স অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। Latest Jobs Vacancy Notification,
বেতন:- পে লেভেল ৬ অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা। Latest Job

নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা এবং কম্পিউটার বেসড পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে। SSC Recruitment 2022
আবেদন পদ্ধতি:- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীর সম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজ ফটো (20 kb থেকে 50 kb) এবং স্বাক্ষর (10 kb থেকে 20 kb) স্ক্যান করে আপলোড করতে হবে। SSC JE 2022 Apply Online
আবেদন ফি:- 100 টাকা।SC/ ST/ PWD/ Ex- Serviceman এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। প্রার্থীরা BHIM UPI, net banking অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, Visa ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। 03/09/2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। Free Job Alerts
আবেদন করার শেষ তারিখ:- 2 রা সেপ্টেম্বর, 2022
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here