Police Driver: পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ- ১৪১১ টি

আজকের চাকরির খবর: Police Driver Recruitment-চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম:- কনস্টেবল ডাইভার।
মোট শূন্যপদ:- 1411 টি। UR- 608 টি, EWS- 142 টি, OBC- 353 টি, SC- 262 টি, ST- 50 টি
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও গাড়ি মেন্টেনেন্স -এর কাজ জানতে হবে।
বয়স:- প্রার্থীর বয়স হতে হবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জুলাই 2022 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন:- পে লেভেল ৩ অনুযায়ী 21,7০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল www.ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি:- আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে। SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা করতে হবে না।
আবেদনপত্রের শেষ তারিখ:- 29 জুলাই 2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) 2 কপি পাসপোর্ট সাইজের ছবি।

নিয়োগ পদ্ধতি:- আগ্রহী, আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে কম্পিউটার বেসড পরীক্ষা ও মেডিকেল টেস্ট ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে।
পরীক্ষা কেন্দ্র কি হলো:– সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে।পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলি হলো- আসানসোল, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়ি। Police Driver Recruitment

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment