চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৭০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ সিলেকশন কমিশন।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (SSC Recruitment 2022)। কেন্দ্র সরকারের তরফে 7০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ সিলেকশন কমিশন। এসএসসি তরফে জানানো হয়েছে মোট 7০ হাজার শূন্যপদে নিয়োগের কথা। (SSC)

সম্প্রতি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সোশ্যাল সাইটে জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ আসন্ন পরীক্ষার মাধ্যমে 67 হাজার 768 টি শূন্যপদ পূরণ করার পরিকল্পনা নিয়েছে এবং 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে 42 হাজার নিয়োগ সম্পূর্ণ করবে। জানা যায় আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন বিভাগের মাধ্যমে 15 হাজার 247 শূন্যপদের জন্য নিয়োগপত্র জারি করার প্রক্রিয়া সম্পন্ন করবে। (SSC Recruitment 2022)

 

স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরে বিভিন্ন সরকারি সংস্থা বা দপ্তরের অধীনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাডুয়েশন পাশে ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। এখানে প্রতি বছরই প্রায় বহু সংখ্যক বেকার যুবক/যুবতী চাকরি পাওয়ার আশায় আবেদন করেন। চলতি বছরে এসএসসি সিজিএল (SSC CGL), সিএইচএসএল (SSC CHSL), জিডি কনস্টেবল (SSC GD Constable) পরিক্ষা সহ আরোও অন্যান্য কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং শীঘ্রই এসএসসি এমটিএস (SSC MTS), কনস্টেবল, সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার ও জুনিয়র হিন্দি স্টান্সলেটার পরীক্ষার কাজ শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন।

ssc staff selection commission

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক বক্তিতা সভায় দেড় বছরে 1০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। বেকার যুবকদের অবস্থার কথা মাথায় রেখে মিশন মোডে এই নিয়োগ করা হবে বলে জানানো হয় কেন্দ্র সরকারের তরফে। এও জাননো হয় প্রধান মন্ত্রীর বিভিন্ন দপ্তরের সমস্ত বিভাগ ও মন্ত্রকগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে।

Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment