Indian Navy Recruitment: অগ্নিপথ প্রকল্পে অনলাইনে আবেদন করুন, উচ্চমাধ্যমিক পাশে আবেদন

আজকের চাকরির খবর: Agniveer Indian Navy Recruitment 2022-দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশে তথা রাজ্যের অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু আজ থেকে।

পদের নাম:- অগ্নিবীর (SSR)। Agniveer Indian Navy Recruitment 2022
মোট শূন্যপদ:- 28০০ টি।
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান, অংক বা কম্পিউটার সাইন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়স:- আবেদনকারীর প্রার্থীকে 10/11/1999 থেকে 30/04/2005 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন:- প্রথম বছর প্রতিমাসে 3০,০০০/- হাজার টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে 33,০০০/- টাকা। তৃতীয় বছর প্রতি মাসে 36,5০০/- টাকা। চতুর্থ বছর প্রতি মাসে 4০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি:- ইচ্ছুক, আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। Agniveer SSR Recruitment 2022
আবেদন শুরু ও শেষ তারিখ :- আবেদন শুরু 15 জুলাই থেকে এবং আবেদন চলবে 22 জুলাই পর্যন্ত।

শারীরিক যোগ্যতা (Agniveer Indian Navy Recruitment )

পুরুষদের ক্ষেত্রে:- 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 16০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- 2০ টি ও Push Ups- 12 টি করতে হবে।
মহিলাদের ক্ষেত্রে:- 8 মিনিটের মধ্যে 16০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- 15 টি ও Bent Knee Sit-Ups -10 টি করতে হবে।

অন্যান্য যোগ্যতা:- ছেলে ও মেয়ে উপায় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা, ওজন এবং বুকের ছাতি ইন্ডিয়ান নেভি নিয়োগের একই পদ্ধতি অনুযায়ী যাচাই করা হবে।
নিয়োগ পদ্ধতি:- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। SSR recruitment 2022.

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment