Naukri Sandhan

CBSE Class 10 Result: দ্বাদশের পর আজই প্রকাশিত দশমের রেজাল্ট, কোথায় ও কীভাবে দেখা যাবে?

আজকের খবর: CBSE Class 10 Result-CBSE ক্লাস ১০ এর রেজাল্ট প্রকাশিত। কয়েক ঘণ্টা আগেই প্রকাশিত হয়েছে দ্বাদশের রেজাল্ট। এবার প্রকাশিত হল ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণির ফলও। এই ফলপ্রকাশের কথা ছিল জুলাই মাসের ২৮-৩১ তারিখের মধ্যে ফলপ্রকাশের কথা ছিল৷ সেখানে নির্ধারিত সময়ের আগেই এই ফল প্রকাশ করা হয়েছে। আজকের এই ফলপ্রকাশ কিছুটা আকস্মিকই ছিল ছাত্রছাত্রীদের কাছে৷

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডাররি এডুকেশন ( Central Board of Secondary Education) বা CBSE-র ক্লাস ১০ এর পরীক্ষার ফল ঘোষণা হল আজ। ছাত্র ছাত্রীরা শীঘ্রই এই রেজাল্ট বিভিন্ন অ্যাপ্লিকেশনে (Application) দেখতে পারবে। বেলা দুটোর মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হবে ডিজিলকারে ( Digilocker)। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদের মার্কশিট ডাউনলোড করতে পারবেন। প্লেস্টোর ( Play Store) ছাড়াও Digilocker.gov.in এই সাইটে গিয়ে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পারবে।

CBSE Class 10 Result

আজ CBSE ক্লাস ১২ এর রেজাল্ট বেরিয়েছে। সকালে এই পরীক্ষার ফল ঘোষণা করেছে CBSE। একইদিনে, ক্লাস টেনের পরীক্ষার ফল ঘোষণা করল ওই সংস্থা। জল্পনা ছিল জুলাই মাসের শেষের সপ্তাহে ফল ঘোষণা করা হবে। ধরা হয়েছিল জুলাই মাসের ২৮-৩১ তারিখের মধ্যে ফল বেরোবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ফল ঘোষণা করল CBSE।

ডিজিলকার (Digilocker) ছাড়াও CBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে।

সকালে CBSE-র ১২ এর রেজাল্ট বেরোনর পরে জোর জল্পনা শুরু হয়েছিল, আজই ক্লাস টেনের রেজাল্ট বেরোবে কিনা। এতদিন ধরে শোনা যাচ্ছিল, CBSE- র ফলাফল জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ ২৮-৩১ তারিখের মধ্যে বেরোবে৷ সেখানে, সময়ের আগেই রেজাল্ট বের করল CBSE। CBSE Class 10 Result Date,

CBSE Class 10 Result, এখনও মেধাতালিকা প্রকাশ করেনি, CBSE। কে প্রথম, কে দ্বিতীয় সেই নাম এখনও জানা যায়নি৷ শীঘ্রই হয়ত সেই তালিকা প্রকাশ পাবে। কতক্ষণে সেই তলিকা প্রকাশ পায় সেটাই এখন দেখার।

CBSE এর দ্বাদশের রেজাল্টে নম্বরের ছড়াছড়ি। দশম শ্রেণির রেজাল্টেও সেই একই ট্রেন্ড দেখা যায় কি না। এই বছরের CBSE Result নানা কারণে উল্লেখযোগ্য। চলতি বছর টার্ম১এবং টার্ম ২ এই দুই ভাগে পরীক্ষা হয়েছিল। দুটি টার্ম মিলিয়েই নম্বর ঘোষণা করেছে CBSE। দুই টার্ম থেকে ৫০-৫০ করে নম্বর নিয়ে ১০০ নম্বরের ভিত্তিতে রেজাল্ট ঘোষণা করেছে CBSE। কোভিডের জন্য এই নয়া নিয়ম তৈরি করা হয়েছিল। CBSE Result

Daily Update: Click Here

Exit mobile version