Student Credit Card: সহজেই পাবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লাগবে না পরিবারের আয়ের সংসাপত্র

আজকের খবর: Student Credit Card-স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সহজেই পাওয়া যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ। সেই রকম ব্যবস্থাই করা হয়েছে, বলে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কর্মসূচি চালু করার সময় থেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র- ছাত্রীদের। তবে এবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া আরও সহজ হতে চলেছে।
আরও খবর


এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) আরও জানান, পূর্বে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের (Apply) জন্য পরিবারের আয়ের শংসাপত্র দিতে হতো। কিন্তু এই ধারা তুলে দেওয়া হয়েছে বর্তমানে। যাতে করে ছাত্র- ছাত্রীরা খুব সহজেই ঋণের সুবিধা লাভে সক্ষম হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের সুবিধা পেয়ে যেন নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ও নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয় তার ব্যবস্থা করা হয়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) চালু হওয়ার সময় বহু ব্যাংক ঋণ প্রদানে সহায়তা করেনি। সমস্যায় পড়তে হয়েছিল ছাত্রছাত্রীদের। বিভিন্ন রকম নিজস্ব তথ্য বা ডকুমেন্ট চাওয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হতো ছাত্র- ছাত্রীদের। এই সমস্যা মেটাতে রাজ্যের মুখ্যসচিব বার-বার বিভিন্ন ব্যাঙ্কের (Bank) উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করায় বর্তমানে ঋণ পাওয়া অনেকটা সহজতর হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে (West Bengal Government Student Credit Card) আবেদন করতে চান তাহলে নীচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে আবেদন করুন।

Student Credit Card: Apply Now

এই মুহূর্তে মোট 13 হাজার ছাত্র- ছাত্রীদের ঋণ গ্ৰহণের অনুমোদন দেওয়া হয়েছে। খরচ হয়েছে মোট 1293 কোটি টাকা। মোট 30 হাজার ছাত্রছাত্রী এ পর্যন্ত ঋণের সুবিধা লাভ করেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, 80 লক্ষ কন্যাশ্রী (কন্যাশ্রী প্রকল্প), 1 কোটির বেশি সাইকেল (সবুজ সাথী প্রকল্প), 18 লক্ষ 16 হাজার ট্যাব (তরুণের স্বপ্ন প্রকল্প) দেওয়া হয়েছে। এত বিপুল সংখ্যক ছাত্র- ছাত্রী সমস্ত সুবিধা লাভ করছে।

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment