টাটা ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২২, অনলাইন আবেদন করুন

আজকের খবর: চাকরি প্রার্থীদের জন্য (Tata Consultancy Services Internship) সুখবর। দেশের এক গুরুত্বপূর্ণ আই.টি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) থেকে ইন্টার্নশিপের জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। TCS ইন্টার্নশিপ 2022 -প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। বর্তমানে এর জন্য আবেদন চলছে দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে।

পদের নাম:- ইন্টার্নশিপ।
টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সদ্য TCS ইন্টার্নশিপ, 2022 প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি আপনার একটি ধারাবাহিক এবং এক্সিলেন্স অ্যাকাডেমিক রেকর্ড থাকে এবং R&D আপনার স্বপ্ন হয়। তাহলে যোগদিন আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে এবং সিনিয়র গবেষকদের তত্ত্বাবধানে কাজ শিখুন।

কোন-কোন বিষয়ে পাঠরত হলে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন?। TCS
কম্পিউটার সায়েন্স/মনোবিজ্ঞান/সমাজবিজ্ঞান/অর্থনীতি/গণিত/গেম ডিজাইনিং ইত্যাদি বিষয়।

যোগ্যতা:- পি.এইচ.ডি (PhD), এম.এস (M.S), এম.টেক (M. Tech)-এ অধ্যয়নরত পড়ুয়ারা কিংবা কম্পিউটার সায়েন্সে বি.ই বা বি.টেকের অন্তিম বর্ষে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন।
সেই সঙ্গে মনোবিজ্ঞান/সমাজবিজ্ঞান/অর্থনীতি/গণিত এবং গেম ডিজাইনিং-এ মাস্টার্স বা পি.এইচ.ডি করছেন এমন ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি:-নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নির্দিষ্ট স্থানে গিয়ে আবেদন করুন ইন্টার্নশিপের জন্য। আবেদনের ক্ষেত্রে বৈধ্য ইমেইল ইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। Tata Consultancy Services Internship

Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment