রাজ্য সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ, আবেদন চলবে ১ জুলাই থেকে

আজকের চাকরির খবর: রাজ্যে চাকরিপ্রাথীদের জন্য সুখবর। WB Government Intan Recruitment 2022, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন নিয়োগ করা হবে। ইন্টার্নশিপ সময়সীমার মধ্যে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম:-ইন্টার্ন। WB Government Intan Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে 6০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ডের পরিমাণ:- প্রতিমাসে সাম্মানিক পাবেন- 6,০০০/-টাকা।
ইন্টার্নেশীপের সময়সীমা:- 2 বছর।

আরও >>খবর
আবেদন পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীদের ইন্টার্নেশীপে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। 17 ই জুলাই পর থেকে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট দপ্তরের তরফ থেকে খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
নিয়োগ পদ্ধতি:– আগ্রহী প্রার্থীদের ইন্টার্নেশীপে আবেদনের প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন একটি বোর্ড। সফল ভাবে ইন্টার্নেশিপ শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এখনও শুরু হয়নি। ইন্টার্নশিপের নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে 7 জুলাই। আবেদন পদ্ধতি শুরু হলে NaukriSandhan.com -এর পাতায় সর্বপ্রথম আপডেট দেওয়া হবে।

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment