আজকের খবর: West Bengal HS Student 2022-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার। করোনা সময়কালে গত দু বছর অনলাইন পড়াশোনার সুবিধার্থে সরাসরি ছাত্র ছাত্রীদের আকাউন্টে ১০ হাজার টাকার করে দিয়েছে রাজ্য সরকার। এবছরও খুব শীঘ্রই সেই টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এবছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের একাউন্ট -এ এই টাকা প্রদান করা হবে। এর জন্য সমস্ত ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্টের তথ্য আপডেট করে রাখতে নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। স্কুলের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করতে ডি আই দের নির্দেশ দিয়েছে স্কুল কমিশন।
আরও খবর
করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যাতে সুস্থভাবে বাড়ীতে বসে দ্বাদশ শ্রেণীর (HS Student) পঠনপাঠন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে শুরু করেছিলেন “তরুনের স্বপ্ন” নামে এক প্রকল্পের। যার মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এবং শহর-মফঃস্বলের দরিদ্র বাড়ীর পড়ুয়াদের ট্যাব (Tablets) কেনার জন্য টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হতো। মূলত সরকারী, সরকার পোষিত এবং সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা চালু হয়। West Bengal HS Student, কিন্তু গতবছর দেখা গেছিল যে বহু ছাত্রছাত্রী তাদের ব্যাঙ্ক একাউন্ট আপডেট করেনি। সেক্ষেত্রে টাকা ঢোকার সমস্যা ঘটেছিল। সেই সমস্যা সমাধানে এবার পদক্ষেপ গ্রহণ করলো রাজ্যের শিক্ষা দপ্তর।
এদিন শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, আগামী 31 জুলাইয়ের মধ্যে সমস্ত দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা যেন নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলে ফেলে কিংবা ব্যাঙ্ক একাউন্ট আপডেট করে ফেলে। এর পর থেকে চলতি বছরে দ্বাদশে পাঠরত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব (Tablets Price) কেনার টাকা দেওয়া শুরু হবে। পরবর্তীতে যাতে কোনোরূপ সমস্যার সম্মুখীন না হতে হয় তাই আগেভাগেই শিক্ষা দপ্তরের এমন উদ্যোগ।