আজকের খবর: Phone Pe-বর্তমানে টেকনোলজির বাড়াবাড়িতে বদলেছে উপার্জনের (Earn Money Online) পথ। এখন বাড়িতে বসেই প্রচুর টাকা উপার্জনের পথ খুলে গেছে সবার সামনে। কিন্তু অনেকসময় সেই সমস্ত কাজ সবাই করতে পারেন না, কিন্তু আজ আমরা যে কাজের ব্যাপারে বলতে চলেছি তাতে সবাই সেই কাজ করে বাড়িতে বিপুল উপার্জন করতে (To earn huge at home) পারবেন।
এই কাজটি আসলেই খুবই সহজ একটি কাজ, কোনো বিনিয়োগও করতে হবে না আপনা কে। আপনার হাতে যদি স্মার্টফোন (Smartphone) থাকে এবং তাতে PhonePe অ্যাপ থাকলেই এই সুবিধা পাবেন আপনি। জানলে অবাক হবেন কিন্তু এই অ্যাপ থেকেই প্রতিদিন বাড়িতে বসে 3০০ টাকা রোজগার করতে পারবেন আপনি। ভাবছেন কিভাবে? চলুন আমরা আপনাদের জানাচ্ছি সেকথা। Earn Money Online
প্রথম পদ্ধতি (Method 1)- How To Earn Money In India
প্রথমত যদি আপনার ফোনে Phone Pe অ্যাপটি না থাকে তাহলে আগে সেই অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর আপনার নাম্বার দিয়ে লগ ইন করুন এবং নিজের একটি Phone Pe অ্যাকাউন্ট তৈরি করুন। এবার আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে অন্য কাওকে 200/- টাকা পাঠালেই আপনি তৎক্ষণাৎ 1০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন এই ক্যাশব্যাক আপনি সর্বোচ্চ পাঁচবার পেতে পারেন।
আরও খবর
দ্বিতীয় পদ্ধতি (Method 2)- How To Earn Money From Home
আপনার যদি Phone Pe অ্যাপটি থাকে এবং আপনার বন্ধুদের ফোনে এই অ্যাপ না থাকলে আপনি তাদের রেফার করেও প্রচুর টাকা কামাতে পারেন। প্রতিবার রেফারে আপনি ১০০ টাকা করে পাবেন। এইভাবেও আপনি বিপুল রোজগার করতে পারেন।
তৃতীয় পদ্ধতি (Method 3)- How To Earn Money online
সবার বাড়িতেই ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে, এবার আলকনি সেই বিদ্যুৎ বিল শোধ করেও ক্যাশব্যাক পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি আপনার প্রথম তিনটি ইলেকট্রিক বিল পেমেন্ট ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
চতুর্থ পদ্ধতি (Method 4)- Earn Money Online
বর্তমান সময়ে মোবাইলের অতিব্যবহারের ফলে বেড়েছে মোবাইল রিচার্জ করার সংখ্যা। তাই আপনি যদি আপনার বা আপনার পরিবারের বা বন্ধুদের রিচার্জ করেন তাহলেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে 100% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।