Jio Free Recharge Offer: জিও তে 3 মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে, দেখে নিন কি করলে পাবেন এই অফার

Jio Free Recharge Offer – দুর্দান্ত অফার, 3 মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে। Jio Sim Offer

আজকের খবর: Jio Free Recharge Offer 2022-টেলিকম সেক্টরে এখনো পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন (Mukesh Ambani) মুকেশ আম্বানি (Jio Free Recharge Offer). Reliance Jio প্রথমদিন থেকেই টেলিকম ব্যবসায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। একেবারে বিনামূল্যে নেট Net পরিষেবা প্রদান থেকে শুরু করে ভারতে 4G ইন্টারনেটের চল বাড়ায়।

ভারতে ইন্টারনেট রেভলিউশন এসেছে জিওর Jio হাত ধরেই। এই মুহূর্তে দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য নেটওয়ার্ক হলো Reliance Jio তবে প্রথমদিকে নতুন কোম্পানি হওয়ার কারণে জিওকে অনেকে ভরসা করতে পারেননি। এখন অনেকে আবার Jio Phone ব্যবহার করেন। Free Recharge Jio

Jio Recharge Free Offer Today, আর তাদের জন্যই একটি সুখবর (Jio Free Recharge Offer) রয়েছে। আপনি বিনামূল্যে প্রতিদিন 2GB Data পেয়ে যাবেন। যারা জিও ব্যবহার করেন তারা জানেন প্রতিদিন ২ GB ডেটার জন্য ৩ মাসের সময়সীমায় ৭৪৯ টাকা দিতে হয়। Jio New Offer

আরও খবর

এবার যদি সেই ২GB Data আপনি ফ্রি (Jio Free Recharge Offer) পেতে চান। এর জন্য আপনাকে সেরকম কিছু করতে হবে না। ৭৪৯ টাকার ফ্রি রিচার্জ পাওয়ার জন্য আপনাকে কল করতে হবে (180088999999/১৮০০৮৮৯৯৯৯৯৯) এই নম্বরে।

তবে এই, অফার তাদের জন্যই যারা দুই বছর ধরে (Jio Sim) সিম ব্যবহার করছেন। জিও পুরনো গ্রাহকদের জন্যই এই অফার (Jio Free Recharge Offer) নিয়ে এসেছে। অর্থাৎ আপনার যদি দুই বছরের পুরনো সিম থাকে তাহলে অই নাম্বারে কল করে ভয়েস নির্দেশিকা অনুসরন করুন, এরপর আপনার একাউন্ট বিবেচিত হলে আপনি এই পরিষেবা বিনামূল্যে পেয়ে যাবেন। Jio Free Recharge Offer 2022

প্রথমে, গ্রাহক বাড়ানোর জন্য জিও ফ্রি (Jio Free) পরিষেবা দিয়েছিল। আর এখন সমস্ত পুরাতন গ্রাহকদের এই পরিষেবা দেওয়ার ঘোষণা হয়েছে। এই অফার (Jio Free Recharge Offer) পেতে হলেম আপনা কে এই নম্বরে (180088999999/১৮০০৮৮৯৯৯৯৯৯) কল করতে হবে। তাহলে আপনিও পেয়ে যেতে পারেন জিও ফ্রী রিচার্জ। Jio Free Recharge

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment