Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

Coronavirus:বুস্টার ডোজ নিলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভাইরাস, দেখে নিন কাদের বিপদের আশঙ্কা বেশি

আজকের খবর: CoronaVirus, সমাজের কিছু নির্দিষ্ট মানুষের অন্যদের তুলনায় ভাইরাল আক্রমণের বেশি ঝুঁকি থাকে। তাই তাঁদের উপর মারণ ভাইরাসটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

কোভিড টিকা (COVID) এবং বুস্টার ডোজের (Coronavirus vaccine booster dose) কর্মসূচী সমগ্র দেশে ব্যাপকভাবে চলছে । 24 জুন পর্যন্ত রিপোর্ট অনুসারে 1,96,94,40,932 কোটি ভারতবাসী কোভিড-১৯ টিকা নিয়েছেন । এছাড়াও, 12 থেকে 14 বছর বয়সী মোট 3,62,20,789 জন শিশুকে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে । মোট 4,36,17,583জনকে সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে । এদিকে সম্প্রতি নতুন করে 15,940 জন কোভিড-১৯ ভাইরাসে (COVID-19 Virus) আক্রান্ত হয়েছেন । তাই অবহেলা না করে এখনও যে সতর্কতা অবলম্বন করা দরকার তা বলাই বাহুল্য । তবে সমাজের কিছু নির্দিষ্ট মানুষের অন্যদের তুলনায় ভাইরাল আক্রমণের বেশি ঝুঁকি থাকে । তাই তাঁদের উপর মারণ ভাইরাসটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে । এই ধরনের মানুষদের সনাক্ত করা এবং যে কোনও সংক্রমিত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাও গুরুত্বপূর্ণ ।

শিশুদেরও দরকার বাড়তি সতর্কতা: COVID-19 Vaccine

প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের যে কোনও সংক্রমণ বেশি হতে দেখা যায়। শিশুদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাই তাদের রক্ষা করে এসেছে বলে মত বিশেষজ্ঞদের। আবার কারও-কারও মতে লকডাউন শিশুদের ভাইরাসের কবল থেকে বাঁচাতে সাহায্য করেছিল । তবে অভিভাবকেরা ভয় পেলেও শিশুদের উপরে কোভিডের (COVID) প্রভাব খুব বেশি পড়েনি । সেক্ষেত্রে কোভিড নিয়ন্ত্রণ যখন শুরু হয়েছিল তখন স্কুল সবচেয়ে আগে বন্ধ করা হয়েছিল । এখনও তাদের সাবধানে রাখাটাই বাঞ্ছনীয় ।

আরও খবর

বয়স্করা নিরাপদ নন: COVID-19

অন্যদের তুলনায় বয়স্কদের শরীরে সংক্রমণের জটিলতা বেশি হয়। এমনকী প্রাথমিকভাবে যখন করোনা সকলের কাছে অজানা ছিল সেই লকডাউনের সময়েও বয়স্কদের সুস্থতাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেক্ষত্রে বয়স্কদের গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। সাধারণত 5০ বছরের পর থেকেই অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ভ্যাকসিনের ক্ষেত্রেও বয়স্কদের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। ভারতে বুস্টার শট কর্মসূচীও প্রথম প্রবীণদের জন্য চালু করা হয়েছিল।

আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা থাকলে সাবধান: CoronaVirus

এই ধরনের মানুষদের কোভিডে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে রোগীর শরীরে আগে থেকে কো-মর্বিডিটি থাকলে কোভিডের প্রভাব বেশি হয়েছে। তাই সাধারণ মানুষের তুলনায় এই ধরনের মানুষদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment