Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

বাজারে বাজারে পদ্মা-রায়দিঘির ইলিশ! দাম উঠল কত জানেন?

আজকের খবর: Hilsa, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে জোগান তেমন নেই। তাই দামও চড়া। তবে বাজারে ঢুকছে পদ্মা-রায়দিঘির ইলিশ (Ilish Fish| Hilsa Fish Kolkata Price)! বিকোচ্ছে কততে?

মাছের রাজা ইলিশ। আর বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। তাই বর্ষা এল কী এল না বাঙালির ইলিশের বায়না শুরু। ইলিশ (Hilsa Price Kolkata) পাতে পড়লে তারই গন্ধেই বাঙালির পেট ভর্তি। বাইরে পড়বে বৃষ্টি আর ছুটির দিনে আয়েষ করে ইলিশের (Hilsa)তেল দিয়ে থালা ভাত মেখে আমেজে ভাসবে ভোজনরসিক বাঙালি!

কিন্তু যোগান কম থাকায় গত মরশুম থেকেই সেই স্বপ্ন পূরণে বার বার হোঁচট খেতে হচ্ছে বাঙালিকে। কারণ একটাই, দাম এতটাই বেশি যে সাধ থাকলেও সাধ্যের মধ্যে নেই রুপোলি শস্য। তার উপরে ইলিশ (Hilsa Price Kolkata) নামে চন্দনাও চালিয়ে দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ঢোকা খেতে হচ্ছে আম বাঙালিকে।

শুধু গত মরশুম নয়, গত 3-4 বছর ধরেই বর্ষা নামলেও ইলিশের আকাল বাজারে বাজারে! পর্যাপ্ত পরিমাণ জোগান নেই। এই বছর সাগরে দুই মাস ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার পর 15 জুন প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার।

আরও খবর

গত কয়েক দিনে সাগরে মিলেছে প্রচুর ইলিশ। তবে তা আকারে ছোট। যা খোকা ইলিশ (Hilsa)বলেই পরিচিত। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে জোগান তেমন নেই। তাই দামও (Hilsa Price Kolkata) চড়া। তবে বাজারে ঢুকছে পদ্মা-রায়দিঘির ইলিশ!

ইলিশের বাজার দর?
বাজার চেয়েছে খোকা ইলিশ ও জাটকায়। এই খোকা ইলিশ প্রতি কেজি বর্তমানে বিকোচ্ছে 55০ থেকে 7০০ টাকায়। আরেকটু বড়, অর্থাৎ মোটা মুটি 5০০-7০০ গ্রাম ওজনের ইলিশের (Hilsa) দাম 65০-8০০ টাকা। 75০-9০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিকোচ্ছে 9০০-12০০ টাকায়। তবে 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ কিনতে হচ্ছে 14০০-16০০ টাকা কেজি দরে।

তবে বাংলাদেশের পদ্মা ও রায়দিঘির ইলিশ এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। অনেক বাজারেই প্রতি কেজি দেড় থেকে দু’হাজারের কাছাকাছি দাম। মাছ বিক্রেতাদের কথায়, ‘এখন সবে মাছ (Hilsa) ধরা শুরু হয়েছে। খোকা ইলিশই বেশি উঠছে জালে। আর কদিন পর জোগান বাড়বে। তখন দাম কিছুটা আশা করি কমবে। জমিয়ে ইলিশ খাবেন বাঙালি।’

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment