New Realme C35 (6GB+128GB) -এর নতুন মডেল লঞ্চ হলো, দামমাত্র 15,999 টাকা, ফ্লিপকার্টে ছাড় পাওয়া যাচ্ছে 2,000 টাকা

আজকের খবর: Realme C35 New 6GB RAM Variant, রিয়েলমি (Realme C35 6GB+128GB Phone) ফোনটি ভারতে অনেক দিন আগেই লঞ্চ হয়েছিল। বাজেট সেগমেন্টের সেই ফোনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার তারই একটা নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে গেল দেশে।

Realme C35 Review

Realme C35 ফোনের একটি নতুন মডেল লঞ্চ হল ভারতে, যাতে একটু বেশি পরিমাণ RAM মিলবে। এই মডেলটি হল 6GB+128GB স্টোরেজ অপশনের। এই ফোনের অন্য দুই মডেল অর্থাৎ 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে নতুন মডেলটির প্রায় সব মিলই রয়েছে। ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP সেন্সর। Realme C35 ফোনের নতুন স্টোরেজ মডেল অর্থাৎ 6GB+128GB ভ্যারিয়েন্টে রয়েছে একটি অক্টা-কোর Unisoc SoC এবং অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি।

New Realme C35

আরও খবর

Realme C35 ভারতে দাম, উপলব্ধতা – Realme C35 Price in India

Realme C35 ফোনটির 6GB+128GB স্টোরেজ মডেলটির দাম 15,999 টাকা। 8 জুলাই অর্থাৎ শুক্রবার থেকেই ফোনটির বিক্রিবাট্টা আরম্ভ হয়ে গিয়েছে। এদিন দুপুর 12টা থেকেই Flipkart এবং রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আজকে যাঁরা ফোনটি ক্রয় করবেন, তাঁরা 2,000 টাকা ছাড়ে মাত্র 13,999 টাকায় ফোনটি কিনতে পারবেন। দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির – গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। Glowing Black and Glowing Green

Realme C35 স্পেসিফিকেশন, ফিচার – Realme C35 Specifications/ Features

Realme C35-এর অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই এই 6GB+128GB মডেলটির ফিচার ও স্পেসিফিকেশন এক। একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন টু বডি রেশিও 90.7 শতাংশ। সফ্টওয়্যার হিসেবে রয়েছে Android 11 ভিত্তিক Realme UI R Edition অপারেটিং সিস্টেম। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর Unisoc T616 SoC-র সাহায্যে। রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 8MP Sony IMX355 সেন্সর।

New Realme C35

Realme C35 ফোনটি আদতে ভারতে লঞ্চ করা হয়েছিল 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। মার্চ মাসে লঞ্চ হওয়া সেই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত বাড়ানোও যেত। লেটেস্ট যে মডেলটি লঞ্চ করা হয়েছে, সেই 6GB RAM মডেলে এই ভাবে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই রিয়েলমি স্মার্টফোনে।

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment