Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

Whatsapp New Update: এবার ২ দিন পরেও করা যাবে মেসেজ ডিলিট! কী ভাবে, দেখে নিন পদ্ধতি

আজকের খবর: WhatsApp-নিজেদের নতুন ফিচারে মেসেজ ডিলিটের (Whatsapp New Update) ক্ষেত্রে আরও দু’দিন অতিরিক্ত সময় দিচ্ছে।

সাধারণত WhatsApp-এ মেসেজ পাঠানোর পরে আমরা ইচ্ছে করলে যে কোনও মেসেজ, ভিডিও বা ছবি ডিলিট করে ফেলতে পারি। তবে মেসেজ ডিলিট করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে WhatsApp। এক ঘন্টা বা ওই সময়সীমার মধ্যে পাঠানো মেসেজই কেবলমাত্র ডিলিট করা যায় WhatsApp-এ। Whatsapp New Update

কিছু দিন আগেই (WhatsApp New Features)-এর নতুন ফিচারের মাধ্যমে আগের সময়সীমা আরও বাড়িয়ে অতিরিক্ত 8 মিনিট সময় দেওয়া হয়েছিল। সম্প্রতি WhatsApp নিজেদের নতুন ফিচারে মেসেজ ডিলিটের ক্ষেত্রে আরও দু’দিন অতিরিক্ত সময় দিচ্ছে। অর্থাৎ এ বার থেকে দু’দিন পুরনো মেসেজও অনায়াসে ডিলিট করা যাবে।

আরও খবর

WAbetainfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp-এর সর্বশেষ আপডেটে 2.22.15.8 ভার্সনে এই নতুন ফিচারটি কাজ করবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা দু’দিন আগের মেসেজও অনায়াসে ডিলিট করতে পারবেন। চ্যাট ডিলিট করার সময়সীমা মোট ২ দিন এবং ১২ ঘন্টা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা বর্তমানের 1 ঘন্টা, 8 মিনিট এবং 16 সেকেন্ডের তুলনায় অনেক বেশি।

এই মুহূর্তে WhatsApp-এর সবচেয়ে বড় প্রতিযোগী Telegram-এ ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর 48 ঘন্টা পর্যন্ত নিজেদের চ্যাট ডিলিট করতে পারেন। তাই (Meta) মেটা-মালিকানাধীন WhatsApp চাইছে নিজেদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের গ্রহণযোগ্যতা বাড়িয়ে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে যেতে। Whatsapp New Update

WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের WhatsApp চ্যাটবক্সে এমন কোনও নোটিফিকেশন পাবেন না, যেখানে এই বর্ধিত সময়-সীমা নিয়ে কিছু বলা রয়েছে। সে ক্ষেত্রে কোনও চ্যাটবক্সে মেসেজ পাঠিয়ে দু’দিন (2 Day’s) পর ডিলিট করে তাদের অ্যাকাউন্টে এই ফিচারটি যুক্ত হয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে পারেন।

WhatsApp আরও একটি নতুন ডিলিটিং মেসেজ ফিচার নিয়ে আসছে, যেখানে গ্রুপ অ্যাডমিনরা তাদের গ্রুপ থেকে অন্য যে কোনও সদস্যের চ্যাট ডিলিট করতে পারবেন। WhatsApp সম্প্রতি ঘোষণা করেছে যে কোম্পানি নতুন তথ্য ও প্রযুক্তি আইন (IT Rules) 2021 অনুযায়ী মে মাসে ভারতের 19 লক্ষেরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা৷ এর আগে এই ইনস্ট্যান্ট মেসেজের প্ল্যাটফর্মটি এপ্রিল মাসে ভারতে 16.6 লক্ষেরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল৷

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment