Civic Volunteer Recruitment: ভিলেজ পুলিশ পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন

চাকরির খবর: Village Police-ভিলেজ পুলিশ পদে রাজ্যের বিভিন্ন গ্রামে নিয়োগ, Civic Volunteer Recruitment 2022 আবেদন করুন এখনই।

Recruitment 2022:- Civic Volunteer Recruitment 2022,কর্মসংস্থান নিয়ে বিস্তর অভাব অভিযোগের পর নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কর্মসংস্থান নিয়ে বিস্তর অভাব অভিযোগের পর নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় 12টি গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পুলিশ। আবেদন জমার শেষ তারিখ 13 অগস্ট। এই পদে আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন…

Civic Volunteer Recruitment

আবেদন জমার শেষ তারিখ:- 13 অগস্ট

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।

বয়স:- প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2022 এর হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। Free Job Alerts

আবেদন পদ্ধতি:- এই পদে অফলাইনে আবেদন করা যাবে। হাতে আবেদনপত্র লিখে যাবতীয় নথি যোগ করে থানায় জমা দিতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। West Bengal Job Vacancy

নিয়োগের স্থান:- পুরুলিয়া জেলায় 170 জনকে নিয়োগ করা হবে। 8 টি থানার 12টি পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হবে। কোন কোন থানায় নিয়োগ হবে, দেখে নিন তালিকা….(West Bengal Jobs)

1) পুরুলিয়া মফস্বল থানা- পিদরা ও ডিমডিহা গ্রাম পঞ্চায়েত 2) ঝালদা থানা- হেসাহাতু গ্রাম পঞ্চায়েত 3) আদ্রা থানা- আড়রা গ্রাম পঞ্চায়েত 4) কেন্দা থানা- বিশরি গ্রাম পঞ্চায়েত 5) আড়ষা থানা- বেলডি গ্রাম পঞ্চায়েত 6) পুঞ্চা থানা- পুঞ্চা গ্রাম পঞ্চায়েত 7) সাতুড়ি থানা- গড়শিকা গ্রাম পঞ্চায়েত

Daily update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment