জেলা আদালতে ‘গ্রূপ- সি’ কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা

Recruitment 2023: দৈনন্দিন এই মূল্য বৃদ্ধির বাজারে চাকরি সবার প্রয়োজন। বর্তমান সময়ে চাকরি সকালের কাছেই যেন দুষ্প্রাপ্য। চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, অতুলনীয় স্কিল ইত্যাদি অনেক কিছু। তবে নূন্যতম যোগ্যতায় আছে কিছু সরকারি চাকরি?। দৈনিক কিংবা মাসিক বেতনে পাওয়া যায় তেমন চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Recruitment 2023

Employment No.- 04/DLSA/JGM/2023

পদের নাম- P.A./ Stenographer
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অথবা কম্পিউটার অপারেটিং সহ প্রিন্টার অপারেশনের সাম্যক জ্ঞান থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- 13,500 টাকা।
বয়সসীমা- আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনে আবেদন জানানো যাবে এই পদে চাকরির জন্য। দপ্তরের নির্দিষ্ট অফিসে আবেদন পত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। সে ক্ষেত্রে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে আবেদনাকারীদের।

আবেদন ফি- প্রত্যেক আবেদনকারী কে এককালীন 350/- টাকা আবেদন ফি দপ্তরের নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে জমা দিতে হবে। প্রদত্ত ব্যাঙ্কের Account Number – 40220933200 এবং IFSC Code – SBIN0000103

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN- 721507

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment