Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

রাজ্যের স্কুলে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন

আজকের চাকরির খবর: চাকরি প্রার্থীদের (Assistant Teacher Recruitment) জন্য সুখবর । রাজ্যের একটি স্কুলে নতুন করে শিক্ষক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পাবেন।

পদের নাম:- গ্রুপ- ডি। Group-D Peon
শিক্ষাগত যোগ্যতা:- অষ্টম শ্রেণী পাশ (8th Pass)করে থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম:- Assistant Teacher For Mathematics Class IX & X । OBC B
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশান পাশ করে থাকতে হবে সঙ্গে B.Ed. করা থাকতে হবে।

পদের নাম:- Assistant Teacher For Pure Science For Upper Primary। SC
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে সঙ্গে B.Ed. করা থাকতে হবে। এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম:- Assistant Teacher For Sanskrit For Upper Primary। SC
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে। সঙ্গে B.Ed. করা থাকতে হবে। এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।

বয়স:- সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 21 বছর থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী (SC/ST) প্রার্থীরা 5 বছর। OBC প্রার্থীরা 3 বছর। ও PH প্রার্থীরা 8 বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। তবে পিওন ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Assistant Teacher Recruitment

প্রয়োজনীয় ডকুমেন্টস :-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপর্ট সাইজের ছবি।
৭) B.Sc/ B.Ed ও টেট পাশ সার্টিফিকেট। পিয়ন পদে আবেদনের ক্ষেত্রে লাগবে না।

নিয়োগ পদ্ধতি:-লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে পিওন পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না।
আবেদনপত্রের শেষ তারিখ:- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা 15 জুলাই 2022 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

Assistant Teacher: Click Here
Peon: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment