আজকের চাকরির খবর: WBCS, চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। এই মাত্র বিশাল ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 23 জুন নবান্নে পুলিশ কর্মীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই তিনি রাজ্যের সর্বোচ্চ আধিকারিক নিয়োগের পরীক্ষা তথা ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরোও সুস্থির রাখতে নতুন বহু অফিসার নিয়োগ হবে। এছাড়া যে হেতু জেলার সংখ্যা বেড়েছে তাই প্রয়োজন অনেক বেশি WBCS এক্সিকিউটিভ এবং ডি.এস.পি’র। তাই 200 করে WBCS(EXE.) ও WBPS নিয়োগ করা হবে বলে জানান তিনি। এছাড়া ডাব্লিউবিপিএস থেকে আইপিএস -এ পদোন্নতির ক্ষেত্রে 2019, 2020, 2021 সালের প্রস্তাবকে চূড়ান্ত করে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং ইউপিএসসি বিধি মেনে দ্রুত নিয়োগ ব্যবস্থা কে কার্যকরী করার কথাও তিনি এদিন বলেন।
আরও খবর: Click Here
এদিনের বৈঠকে রাজ্য পুলিশের 6 জন অ্যাডিশনাল এস.পি’কে, এস.পি পদে এবং 6 জন ডি.এস.পিকে অ্যাডিশনাল এস.পি পদে পদোন্নতির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ.এস.পি’কে 25০০ টাকা এবং এস.ডি.পি.ও’দের ২ হাজার টাকা বাড়তি ভাতা দেওয়ার কথাও বলেন তিনি। পুলিশের পোশাক কেনার জন্য আগে মাত্র 2০০ টাকা করে দেওয়া হতো। এদিনের ঘোষণায় তা বাড়িয়ে বছরে 15 হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে জেলার সংখ্যা বাড়ার কারনে বাড়তি অফিসার নিয়োগের ঘোষণা নিঃসন্দেহে ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের মনে আশা জোগাচ্ছে। সূত্র মতে, এই ঘোষণার কারনে 2022 এবং পরবর্তীকালের ডব্লিউবিসিএস পরীক্ষার আসন সংখ্যায় যথেষ্ট বৃদ্ধি ঘটতে পারে।