চাকরির খবর: Purulia District Software Support Personnel Recruitment 2022-রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের একটি জেলার ভূমি দপ্তরে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বেতনক্রম সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম:- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। Software Support Personnel Recruitment 2022
মোট শূন্যপদ:- 1 টি। Free Job Alerts
শিক্ষাগত যোগ্যতা:- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে (PGDCA/ B.Sc./ BCA/ DOEACC )‘A’ করা থাকতে হবে। সঙ্গে সফটওয়্যার অ্যাপ্লিকেশন Installation ও Maintenance কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Govt Of West Bengal Jobs 2022
বয়স:- প্রার্থীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- প্রতিমাসে বেতন 18,000/- টাকা। West Bengal Jobs
আবেদন করার পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। Free Job Alert
আবেদন করার শেষ তারিখ:- 11 আগস্ট 2022 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। Fresh Job Alerts
প্রয়োজনীয় ডকুমেন্টস– (West Bengal Jobs Vacancy)
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here