মাধ্যমিক পাশে SDO অফিসে, কর্মী নিয়োগ চলছে

চাকরি প্রার্থীদের জন্য আর একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আসা হলো। রাজ্যের জেলার SDO অফিস গুলিতে সরাসরি প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা ও কেবল সেই জেলার স্থায়ী বাসিন্দা এই পদ গুলিতে আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।নিজের জেলার SDO অফিসের মধ্যে সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যারা আগ্রহী ও যোগ্য তারা অবশ্যই শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত জানতে। WB Health Recruitment 2022

.

শূন্যপদের নাম

SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। WB Health Workers Reqruitment।

মোট শূন্যপদ

জেলার বিভিন্ন SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হবে। তাই স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী অফিসিয়াল নোটিশ থেকে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত দেখেনিবেন।

কীভাবে আবেদন করবেন? (WB Health Recruitment 2022)

যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী হলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করার পর অফিসিয়াল নোটিশে উল্লেখিত যে SDO অফিসের মধ্যে নিয়োগ করা হবে, সেই SDO অফিসে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি জমা করতে হবে।

যোগ্যতা (WB SDO Office Recruitment 2022)

SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে।

কী কী যোগ্যতা থাকতে হবে? (WB Health Recruitment 2022)

যেহেতু SDO অফিসের বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।

অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ (WB Health Recruitment 2022)

অফলাইন আবেদন গ্রহন করা শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 31-07-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3 টা পর্যন্ত।

বয়সসীমা

আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও OBC, SC, ST ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।

 কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করবেন (WB Health Recruitment 2022)

1.বয়স ও মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড Age Proof
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)- Education Qualification

3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে) Cast Certificate

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)( Resident Proof)5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন) Photograph
6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি) ID Proof
7.বিবাহিত /বিধবা প্রমাণ/ বিবাহ বিচ্ছেদ ( সরকারি)  Marriage Certificate

8.অন্যান্য (যদি থাকে) Others

9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প Postal Stamp

উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে একটি খামে ভরে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে।

Official Notification 1: Download

Official Notification 2: Download

Official Notification 3: Download

Official Notification 4: Download

Official Website: Click Here

Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment