Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

জেলায় একাধিক Group-D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Group-D Job Reqruitment

যুবক যুবতীদের জন্য ফের অসাধারণ একটি চাকরির খবর। রাজ্যের জেলায় একাধিক শূন্যপদে ফের Group-D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা সংশ্লিষ্ট Group-D পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধু ইন্টারভিউ এ অংশগ্রহণ করে পেতে পারেন এই Group-D লেভেলের চাকরি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী হিসেবে করা হবে। যে সকল ছেলে মেয়ে Group-D পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনের জন্য আও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Group-D Job reqruitment 2022

শূন্যপদের নাম (WB Group-D Job Reqruitment)

Group-D লেভেলের দুটি আলাদা আলাদা ধরনের পদে নিয়োগ করা হবে। নিচে প্রত্যেক পদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে

শূন্যপদ (WB Group-D Job Reqruitment)

2 টি (UR-1,SC-1)

শিক্ষাগত যোগ্যতা

যে সকল চাকরি প্রার্থী অর্ডারলি পদে চাকরি করতে আগ্রহী হয় তাহলে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।

বেতন

এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে সাম্মানিক হিসাবে 7,000/- দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন? (WB Group-D Job Reqruitment)

উপরোক্ত পদ গুলিতে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আগে কোনো প্রকার আবেদন পত্র জমা করতে হবে না। যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই আগে আবেদন পত্র জমা না করে সরাসরি ইন্টারভিউ এর দিন বায়োডাটা ও তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল চাকরি প্রার্থী নাইট গার্ড পদে চাকরি করতে আগ্রহী হয় তাহলে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।

মাসিক বেতন

এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে সাম্মানিক হিসাবে 7,000/- দেওয়া হবে।

 

নিয়োগ প্রক্রিয়া

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

ইন্টারভিউ-র দিন কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে? (WB Group-D Job Reqruitment)

1. বায়োডাটা (নিজের সমস্ত ডিটেইলস দিয়ে সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে বায়োডাটা তৈরি করতে হবে)

2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র

3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

5. আধার বা ভোটার কার্ড

6. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

7. অন্যান্য যদি থাকে

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ এর দিন নিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ-র তারিখ ও সময়

ইন্টারভিউ শুরু হবে 17/06/2022 তারিখের সকাল 11 টা থেকে। কিন্তু প্রার্থী ইন্টারভিউ স্থানে রিপোর্ট করতে হবে সকাল 10 টার মধ্যে।

 

ইন্টারভিউ-র স্থান

Office Chamber of The Chairperson, District Level Selection Committee, (DLSC), The District Magistrate, Jalpaiguri, Collectorate Building, Jalpaiguri.

Official Notification: Download

Official Website: Click Here

Job Update: Click Here

 

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment