শুরু হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ রেজিস্ট্রেশন, WB TET INTERVIEW REGISTRATION

পশ্চিমবঙ্গের 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হচ্ছে WB TET INTERVIEW REGISTRATION। আবেদন করা যাবে অনলাইন মারফত। আজ থেকে চালু হবে পোর্টাল। জেনে নিন বিস্তারিত নিয়মাবলী। চালু হওয়া WB টেট ইন্টারভিউ রেজিস্ট্রেশনে আবেদন করতে পারবেন 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এখনও পর্যন্ত বয়সসীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদ মারফত না আসলেও প্রার্থীদের বয়স 40 এর মধ্যে থাকা উচিত। তবে ইন্টারভিউর জন্য আবেদন করতে হবে পর্ষদ নির্ধারিত যোগ্যতামান ও নিয়ম অনুযায়ী।

রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী-

  1. আবেদনকারীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ টি ওপেন করতে হবে।
  2. এখানে টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউর আবেদনের জন্য ওয়েবসাইটে উপস্থিত নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করবেন।
  3. এরপর যে হোম পেজটি ওপেন হবে সেখানে পরীক্ষার্থীরা তাঁদের প্রয়োজনীয় তথ্যাবলী যথাযথভাবে পূরণ করবেন।
  4. রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ হবার পর আবেদন পত্রের প্রিভিউ দেখে ফর্মটি সঠিকভাবে সাবমিট করতে হবে।
  5. ফর্ম সাবমিট হওয়ার পর সেভ করে আবেদনপত্রটির কপি পরীক্ষার্থীরা নিজেদের কাছে রেখে দেবেন।
WB TET INTERVIEW REGISTRATION

পর্ষদের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে প্রাথমিকে 11 হাজার নিয়োগের বন্দোবস্ত করা হবে। যার মধ্যে থাকছেন 2014 এবং 2017সালের পরীক্ষার্থীরা। যথাযথ নিয়ম মেনে এবং স্বচ্ছ ইন্টারভিউর মাধ্যমে প্রাথমিকে নিয়োগ হবে, একথা জানিয়েছেন পর্ষদ কর্মকর্তা। ইতিমধ্যেই 2022 ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের টেট পরীক্ষা। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবি পরীক্ষার্থীদের।

List: Download Now
WB TET 2022 Application: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment