Site icon Naukri Sandhan

মাধ্যমিক যোগ্যতায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখে নিন

WBHRB Warden Recruitment 2022

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন নার্সিং কলেজ এবং নার্সিং ট্রেনিং স্কুলগুলিতে 165 জন ওয়ার্ডেন নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। warden recruitment 2022

এই মুহূর্তে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে, পরবর্তী কালে প্রয়োজন হলে কাজের মেয়াদ বাড়ানো হতেও পারে। (Warden Recruitment 2022)

শূন্যপদ:- ওয়ার্ডেন (মহিলা): 159 [অসংরক্ষিত 81, তপশিলি জাতি 35, তপশিলি উপজাতি 1০, ওবিসি এ 16, ওবিসি বি 12, শারীরিক প্রতিবন্ধী 5]।

ওয়ার্ডেন (পুরুষ):- 6 (অসংরক্ষিত 3, তপশিলি জাতি 1, তপশিলি উপজাতি 1, ওবিসি এ 1)।

বয়সসীমা:- জন্মতারিখ হতে হবে 1 জানুয়ারি 1982 থেকে 1 জানুয়ারি 2০০8 সালের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ।

বেতন:- পে ব্যান্ড টু অনুযায়ী 54০০-252০০/ টাকা, গ্রেড পে 26০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদেনর ফি:- 16০/ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না

আবেদনের পদ্ধতি:- www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 3০ জুন 2022 তারিখ দুপুর 1টা পর্যন্ত

Official Notification: Download
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Exit mobile version