Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

শিশু সুরক্ষা দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ২১ জুন

শিশু সুরক্ষা দপ্তরে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (West Bengal Recruitment)। উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ রইলো প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিশু সুরক্ষা দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ:

পদের নাম– বেঞ্চ ক্লার্ক।
মোট শূন্যপদ– ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার এবং ক্লার্কের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন– প্রতি মাসে ১৪,৭০০ টাকা।

পদের নাম– অর্ডারলি (গ্রূপ-ডি)।
মোট শূন্যপদ– ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা– অষ্টম শ্রেণী পাশ।
বেতন– প্রতি মাসে ৭০০০ টাকা।

পদের নাম– নাইট গার্ড (গ্রূপ-ডি)।
মোট শূন্যপদ– ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা– অষ্টম শ্রেণী পাশ।
বেতন– প্রতি মাসে ৭০০০ টাকা।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– Office of the District Magistrate, Social Welfare Section, Old collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah- 711101

বয়স– উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে উল্লিখিত ঠিকানার ড্রপবক্সে জমা করতে হবে। নথি যোগ করা আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে তার উপর বড় হাতে লিখতে “APPLICATION FOR THE POST OF__________” (কোন পদের জন্য আবেদন করছেন)।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত

১) বয়সের প্রমাণপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো।

নিয়োগ পদ্ধতি– বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। বাকি অন্যান্য পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ– ২১ শে জুন, বিকেল ৫.৩০ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Official Website: Click Here
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment