রাজ্যে অস্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতি মাসে বেতন ১৩ হাজার (School Teacher Vacancy)

রাজ্যে অস্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতি মাসে বেতন ১৩ হাজার টাকা। রাজ্যে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই আসছে (West Bengal Teacher Recruitment) । রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে ছাত্র ভর্তির বাঁধ ভেঙেছে। এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে প্রায় সাড়ে নয় লক্ষ পরীক্ষার্থী। তাই প্রতি স্কুলকে অতিরিক্ত ১২৫ জন করে ছাত্র ভর্তি করতে অনুমতি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এমনিতে আগে একটি স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে ২৭৫ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারতো। এবার সেই সংখ্যা দাঁড়ালো ৪০০ জন। ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ার জন্য নতুন শিক্ষক নিয়োগ করা হবে বলে বিভিন্ন সূত্রে খবর।

খবর অনুযায়ী, ১০ জুন উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিনই এ বিষয়ে একটি বৈঠক রয়েছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আলোচনায় বসবেন সংসদের সদস্যরা এবং সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও থাকবেন। এ বিষয়ে সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। যদিও বলেন, উচ্চমাধ্যমিক ফলাফলের জন্য কতক্ষণ তিনি ঐ মিটিংয়ে সময় দিতে পারবেন তা বলতে পারছেন না।

রাজ্যের বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে ৬০-টিরও বেশি বিষয় রয়েছে। বহু বিষয়ের জন্য অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবছর স্কুলে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, সমস্ত বিষয়ের ক্ষেত্রে যাতে প্রত্যেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকেন তাই নতুন নিয়োগে চুক্তি ভিত্তিক এবং অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করা হবে।

চুক্তিভিত্তিক বা অস্থায়ী শিক্ষকদের বেতন সাড়ে ১৩ হাজারের মতো প্রতি মাসে। যতদিন না পর্যন্ত এসএসসি’র মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে, ততদিন এই শিক্ষকরাই ক্লাস নিতে থাকবেন। যদি রাজ্যের প্রতি উচ্চমাধ্যমিক স্কুলে একজন করেও অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয় সেক্ষেত্রেও সমগ্ৰ রাজ্যে সংখ্যাটা সাড়ে সাত – আট হাজারে পৌঁছাবে। নিঃসন্দেহে ইহা রাজ্যের শিক্ষিত যুবকদের কাছে সুবর্ণ সুযোগ।

এ বিষয়ে (West Bengal Teacher Recruitment) বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সবার প্রথমে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে।

Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment