Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u561382334/domains/naukrisandhan.com/public_html/wp-includes/functions.php on line 6031

প্রতিমাসে ২৫০০ টাকা স্কলারশিপে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পশে আবেদন

স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে মাসে ৫০০ টাকা (Sitaram Jindal Scholarship) থেকে ২৫০০ টাকা। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রায় প্রতি বছর কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করা ছাত্র ছাত্রীরা সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের অপেক্ষায় থাকেন।

সীতারাম জিন্দাল স্কলারশিপ বা (জিন্দাল স্কলারশিপ ২০২২)

স্কলারশিপের নাম:- সীতারাম জিন্দাল স্কলারশিপ।
টাকার পরিমান:- প্রতিমাসে ৫০০/- থেকে ২৫০০/- হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
আবেদনের মাধ্যম:- ইচ্ছুক ছাত্রছাত্রীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শুরু তারিখ:- আবেদন চলছে।
আবেদনের শেষ তারিখ:- অফিশিয়াল ভাবে কোন তারিখ উল্লেখ নেই।
অফিশিয়াল ওয়েবসাইট:- sitaramjindalfoundation.org

আবেদনের যোগ্যতা:-
সিতারাম জিন্ডল স্কলারশিপে আবেদনের জন্য যে কোর্সে ভর্তি হয়েছেন,
১) ক্যাটগরি A:- আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 7০ শতাংশ নাম্বার পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নাম্বার পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
২) ক্যাটাগরি B:- আবেদনকারীকে সরকারী অথবা বেসরকারী ITI এ অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে
এবং মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 4০ শতাংশ নম্বর পেতে হবে।
সঙ্গে পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
৩) ক্যাটাগরি C:- আবেদনকারীকে গ্র্যাজুয়েট/ পোষ্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ 3০ বছর হতে হবে।
৪) ক্যাটাগরি D:- আবেদনকারীকে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ 3০ বছর হতে হবে।
৫) ক্যাটগরি E:- আবেদনকারীকে ইঞ্জিয়ারিং বা মেডিক্যাল কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদন কারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 7০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে, এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

সিতারাম জিন্ডল স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাকার পরিমান:-

১) ক্যাটগরি A:- (Class 11& 12) প্রতি মাসে 5০০/- টাকা। সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।
২) ক্যাটাগরি B:- (ITI Student) প্রতি মাসে 5০০/- টাকা (সরকারী ITI) 7০০/- টাকা (বেসরকারী ITI)।
৩) ক্যাটাগরি C:- (Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্সে প্রতি মাসে
1০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) 8০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র) 1০০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী) 12০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে) পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
12০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) 1০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
12০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
15০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)
৪) ক্যাটাগরি D:- ডিপ্লোমা কোর্সে প্রতি মাসে 12০০/- টাকা (ছাত্রী)
1০০০/- টাকা (ছাত্র)
৫) ক্যাটগরি E:- ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সে প্রতি মাসে 17০০/-টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী) 15০০/- টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র) 2০০০/- টাকা (মেডিক্যালের ছাত্রী) 18০০/- টাকা (মেডিক্যালের ছাত্র) 25০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী) 23০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)

দেখে নিন আবেদন পদ্ধতি (Sitaram Jindal Scholarship):-

যে সকল ছাত্র, ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে উপরের উল্লেখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাবেন (The Trustee, Sitaram Jindal Foundation 11, Green Avenue, Behind Sector D-3, Vasant Kunj, New Delhi 110070)

প্রয়োজনীয় ডকুমেন্টস (Sitaram Jindal Scholarship):-

১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।
২) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ইঞ্জিনিয়ারিং,ডিপ্লোমা, মেডিকেল এবং এমবিএ)
৬) শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।

Official Website: Click Here

Application Form: Download
Daily Job Update: Click Here

Sharing Is Caring:

Naukri Sandhan.Com The owner of the website is a BA student. He is always attracted towards blogging and launched this blog for providing information regarding government schemes, Job, Teach, Scholarships Something else.

Leave a Comment